আমরা নিরীহ একজন মনুষকে ,তার শ্বাস বায়ুর জন্য প্রাণ ভিক্ষার কাতর প্রার্থনা উপেক্ষিত হতে দেখলাম, তাকে মৃত্যুর কোলে ঢোলে পরতে দেখলায…তার দোষ তার গায়ের রঙ কালো।
আমরা স্বাধীন দেশের কিছু নাগরিক কে পরিযায়ী তকমা লাগিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত আশ্রয়হীন হয়ে মরে যেতে দেখলাম।তাদের দোষ তারা কিছু অতিরিক্ত রোজগারের জন্য ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল।তারা ভেবেছিল তারা স্বাধীন দেশের’ নাগরিক’।
আমরা কিছু মানুষের স্বার্থ চরিতার্থের জন্য জঙ্গল জ্বালিয়ে দিতে দেখলাম… কয়েক হাজার গাছ নিঃশব্দে ভষ্মীভূত হয়ে গেল।ভাগ্যিস তাদের ভোটাধিকার নেই!
আমরা গরু কে মায়ের সম্মান দিতে দেখলাম…..গরু খাবার অপরাধে নিরীহ মানুষকে পিঁপড়ের মতো পিষে মেরে ফেলাও দেখলাম।
তারপর আমরা প্রশ্ন করলাম “why this year is so cruel to us?”
Because we fucking deserve this.
যদি প্রশ্ন আসে “why us?”
Because we choose to be silent..On the days of war..Who choose to be silent..Is on the wrong side always.

