কালো মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, পুকুরে জলের আলপনা, তুমি বললে ‘জলছবি’
দূরে একটা পাখি ডেকে উঠল…আমি যেন ছাতিম ফুলের গন্ধ ও পেলাম!ছাতিম এখন ফোটার কথা নয়।
বকুল বেছানো পথ দিয়ে ফেরার সময় ,তুমি বললে’ বৃষ্টি আসছে’এগিয়ে ও গেলে কিছু টা…
পিছোতে লাগলাম আমি… পিছিয়ে পড়লাম…
ভাবলাম একেই বোধহয় ভালোবাসা বলে!!
সেদিন বৃষ্টি হল না।😊
